এক নজরে সমবায়
উপজেলা সমবায় কাযালয়
সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদপ্তরের আওতায় একটি উপজেলা প্রতিষ্ঠান। উপজেলা সমবা দপ্তরের প্রধান কর্মকর্তা যিনি উপজেলা সমবায় অফিসার নামে।সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম। সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী উপজেলা সমবায় দপ্তরের মোট জনবল ০৫(পাঁচ) জন।
বর্তমানে সমবায় সমিতির সংক্ষিপ্ত তথ্য:
সমিতির সংখ্যা |
|
কেন্দ্রীয় |
০২ |
প্রাথমিক |
২৩০ সবি,, পউবো ২৭৪ |
সদস্য সংখ্যা (ব্যক্তি) |
১২৩২৯ জন |
মূলধন |
|
শেয়ার |
৯০ লক্ষ টাকা |
সঞ্চয় |
৮১৭০.৩০ কোটি টাকা |
সংরক্ষিত তহবিল |
২৫.১১ লক্ষ টাকা |
কার্যকরী মূলধন |
৯০.১২ কোটি টাকা |
বিনিয়োগ |
৮৫.১৩ কোটি টাকা |
কর্মসংস্থান |
১২২৬জন |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS