Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Regarding audit, AGM and management committee election of cooperative societies under CVDP project.
Details

এতদ্বারা লোহাগড়া উপজেলাধীন সিভিডিপি প্রকল্পভুক্ত সমবায় সমিতি সমূহের গ্রামকর্মীদের জানানো যাচ্ছে যে, সমিতি সমূহের ২০২২-২০২৩ সনের অডিট, ২০২১-২০২২ সনের এজিএম এবং ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের প্রমাণক দাখিল ব্যতীত কোন গ্রামকর্মী মাসিক সম্মানী ভাতা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন না। সুতরাং বকেয়া  কাজগুলো সেরে ফেলার জন্য সকলকে অনুরোধ করা হলো।

এছাড়া ১) সদস্যদের মাঝে ঋণ বিতরণের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির ঋণের আবেদন এবং ব্যবস্থাপনা কমিটির অনুমোদন থাকতে হবে। ২) জমি বন্ধক বা পুকুর লিজ নেওয়ার ক্ষেত্রে চুক্তিপত্র থাকতে হবে। ৩) প্রতিমাসের জমা খরচের হিসাব সংশ্লিষ্ট মাসে সংরক্ষণ করতে হবে। ৪) অডিট অফিসারের নিকট শেয়ার, সঞ্চয় এবং ঋণ পাওনার বিস্তারিত তালিকা দাখিল করতে হবে।

Publish Date
07/09/2023
Archieve Date
30/11/2023