Wellcome to National Portal
Main Comtent Skiped

At a glance

এক নজরে সমবায়

উপজেলা সমবায় কাযালয়

সমবায় অধিদপ্তর জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করণে সরকারি উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীনে সমবায় অধিদপ্তরের আওতায় একটি উপজেলা প্রতিষ্ঠান। উপজেলা সমবা দপ্তরের প্রধান কর্মকর্তা যিনি উপজেলা সমবায় অফিসার নামে।সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারণমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম। সমবায় অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো অনুযায়ী উপজেলা সমবায় দপ্তরের মোট জনবল ০৫(পাঁচ) জন।

 

বর্তমানে সমবায় সমিতির সংক্ষিপ্ত তথ্য:

সমিতির সংখ্যা

 

   

কেন্দ্রীয়

০২

প্রাথমিক

২৩০ সবি,, পউবো ২৭৪

সদস্য সংখ্যা (ব্যক্তি)

১২৩২৯ জন

মূলধন

 

শেয়ার

৯০ লক্ষ টাকা

সঞ্চয়

৮১৭০.৩০ কোটি টাকা

সংরক্ষিত তহবিল

২৫.১১ লক্ষ টাকা

কার্যকরী মূলধন

৯০.১২ কোটি টাকা

বিনিয়োগ

৮৫.১৩ কোটি টাকা

কর্মসংস্থান

১২২৬জন